ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নবান্ন অভিযানে আহত বিমান বসু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
নবান্ন অভিযানে আহত বিমান বসু

কলকাতা: পশ্চিমবঙ্গে বাম দলগুলির কৃষক সংগঠনের ডাকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন অভিযান কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠলো কলকাতা ও হাওড়া। মিছিলের নেতৃত্বে থাকা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আহত হয়েছেন মাথা ফেটে।


 
অভিযোগ, ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও মিছিলকারীদের সঙ্গে ইট বিনিময় হয়। এতে আহত হন এক পুলিশ সদস্যও।

কলকাতার রানী রাসমণি রোড, খিদিরপুর অঞ্চল ও হাওড়ার সাঁতরাগাছি অঞ্চল থেকে জমায়েত করে মিছিল পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নের দিকে আসতে থাকে। পথে পুলিশ মিছিলের গতিরোধ করলে পুলিশ-জনতা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর মাঝে পড়ে পরে আহত হন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু।

বিমান বসু আহত হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তে আরও উত্তেজনা বাড়তে থাকে। বাম নেতারা উত্তেজনা সামাল দেন। মিছিলের উপর জল কামান, টিয়ার গ্যাস ব্যবহার হয়েছে বলেও জানা যায়।

বিমান বসু অভিযোগ করেন, পুলিশের প্ররোচণায় এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।