ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু বাংলাদেশ বইমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
কলকাতায় শুরু বাংলাদেশ বইমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: প্রতি বছরের মতো এবারও কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা। বাংলাদেশের প্রথম সারির বেশকিছু প্রকাশনী সংস্থা এ বইমেলায় অংশ নিয়েছে।



শনিবার (৫ আগস্ট) বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

কলকাতার রবীন্দ্র সদন-নন্দন চত্বরে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী ছাড়াও এ দিন বইমেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিশু ও মহিলা বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ উপ-দূতাবাসের ভারপ্রাপ্ত উপ রাষ্ট্রদূত মহম্মদ মইনুল কবির, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।

প্রতিবারের মতোই এবারও বইমেলা নিয়ে প্রথম দিন থেকেই কলকাতার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

আয়োজকরা আশাবাদী যে প্রতিবারের মতোই এ বছরও প্রচুর পাঠক বইমেলায় আসবেন। মেলা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
ভিএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।