ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার স্কুলে বিএসএফ’র তথ্যচিত্র প্রদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
কলকাতার স্কুলে বিএসএফ’র তথ্যচিত্র প্রদর্শন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: দেশ সেবায় শিক্ষার্থীদের উদ্ধুব্ধ করতে কলকাতার বিধাননগর এলাকার সেন্ট জন বিদ্যালয়ে সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

এতে স্থল যুদ্ধ চালানোর সমরাস্ত্রের সঙ্গে ছিল আকাশ যুদ্ধের বিভিন্ন অস্ত্রও।

সঙ্গে তুলে ধরা হয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বের চিত্র।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর আগে গত সোমবার বিএসএফ এর পূর্বাঞ্চলীয় সদর দফতরে আয়োজিত এক প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় বিএসএফ কর্মকর্তারা ভারতীয় সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন।

আর বুধবার শিক্ষার্থীদের সামনে শুধু বক্তব্য নয়, একটি তথ্যচিত্রের মাধ্যমে তাদের কাজ কর্মের বর্ণনা দিলেন বিএসএফ সদস্যরা।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র সঙ্গে পেট্রোপোল  সীমান্তে যৌথ প্যারেড এবং ওয়াঘা সীমান্তে পাকিস্তানের সীমান্ত রক্ষীদের সঙ্গে যৌথ প্যারেডের ছবি এ তথ্য চিত্রে দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।