ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলার শিশু সাহিত্য এক মলাটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
দুই বাংলার শিশু সাহিত্য এক মলাটে ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কলকাতা: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিশু সাহিত্যের উন্নতির লক্ষ্যে একটি অখণ্ড ম্যাগাজিনের প্রস্তাব উঠেছে।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এ প্রস্তাব দেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রস্তাবের ভূয়সী প্রশংসা করে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) কলকাতার নন্দন চত্বরে চলমান  বাংলাদেশ বইমেলায় শিশু সাহিত্য নিয়ে আলোচনা সভায় এ প্রস্তাব তোলা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক আমিরুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’র সহ-সভাপতি মাজাহারুল ইসলাম, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কনসুলার ওমর ফারুখ খান (এডুকেশন অ্যান্ড স্পোর্টস), প্রথম সচিব (প্রেস) মোহম্মদ মোফাখক্কুরুল ইকবালসহ দুই বাংলার সাহিত্যিকরা।

৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় বাংলাদেশের প্রায় ৫০টি প্রকাশনী অংশ নিয়েছে।

শনিবার মেলার বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।