ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা-গুরং বৈঠক

পাহাড়ের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১১
পাহাড়ের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস

কলকাতা: দার্জিলিং পাহাড়ের সমস্যা দ্রুত সমধান হবে বলে সোমবার আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা রাজ্যের দাবিদার গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরং এর সঙ্গে বৈঠকে এ আশা প্রকাশ করেন তিনি।



সোমবার সন্ধ্যা ৬টায় মহাকরণে মুখ্যমন্ত্রীর কক্ষে আয়োজিত এ বৈঠকে মোর্চা নেতা রোশন গিরিও উপস্থিত ছিলেন, ছিলেন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ। বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের শান্তি ফেরানো নিয়ে আলোচনা হয়েছে। মোর্চার দাবি অনুযায়ী গত ৮ ফেব্রুয়ারি সিপচুতে মোর্চা সমর্থকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার তদন্ত করবে সিআইডি।

তিনি আরও বলেন, আগামী ৬ জুন মোর্চা নেতাদের সঙ্গে আবারো আলোচনা হবে। এবার রাজনৈতিক স্তরে আলোচনা করা হবে।

অবশ্য বৈঠকে বসার আগে বিমল গুরং বলেছিলেন, ‘গোর্খাল্যান্ডের দাবি নয়, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসেছি। তার ওপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে যে তিনি উন্নয়ন করবেন। ’

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।