কলকাতা: পশ্চিমবঙ্গের হুগলী জেলার সিঙ্গুরের জাতীয় সড়কে পাশে টাটাদের মোটর গাড়ি নির্মাণ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের কর্মকর্তাদের নিয়ে কলকাতা থেকে সিঙ্গুরে আসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও হরিপালের বিধায়ক বেচারাম মান্না।
জমির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ভিডিও ক্যামেরায় সংগ্রহ করা হয় জমির অবস্থান।
পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের পার্থ চ্যাটার্জি বলেন, ‘সিঙ্গুরের অধিগৃহীত জমি অনিচ্ছুক কৃষকদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। আমি এখানে সরেজমিনে দেখে একটি রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে দেব। ’
তিনি আরও বলেন, ‘জমির আন্দোলনে শহীদ তাপসী মালিকের বলিদান বৃথা যাবে না। জমি ফেরত দেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ৩১,২০১১