কলকাতা: রাজ্য প্রশাসনের রদবদলের পর এবার রাজ্য সরকার নিয়ন্ত্রিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির শীর্ষপদে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজ মনোনীত প্রার্থীদের এদিন দায়িত্ব দিলেন তিনি।
মঙ্গলবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে,‘ কলকাতার রবীন্দ্রসদনের দায়িত্বে থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী সুমিত্রা সেন, আর্ন্তজাতিক মানের সরকারি প্রেক্ষগৃহ নন্দনের দায়িত্ব পাচ্ছেন অস্কারজয়ী প্রয়াত সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায়, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব পাচ্ছেন টালিউডের সাবেক নায়ক রঞ্জিত মল্লিক, বাংলা একাদেমীর দায়িত্ব পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী, নবগঠিত নজরুল একাদেমীর দায়িত্ব পাচ্ছেন কবি জয় গোস্বামী ও রবীন্দ্র সার্ধশতবর্ষ কমিটির দায়িত্ব পাচ্ছেন নাট্য পরিচালক শাঁওলি মিত্র। ’
দায়িত্ব পেয়ে সন্দীপ রায় বলেছেন,‘ অনেক কিছু করার আছে। ’
সুমিত্রা সেন বলেছেন, ‘ দায়িত্ব পেয়ে আমি আপ্লুত। ’
মহশ্বেতা দেবী বলেছেন, ‘ ভাল লাগছে। কিন্তু আমার থেকে বয়সে কম কাউকে দায়িত্ব দিলে ভাল হত। ’
ভারতীয় সময়: ১৭৩৫ ঘন্টা, মে ৩১, ২০১১