ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।



বেশ কিছুদিন ধরেই কলকাতায় ডেঙ্গুর খবর পাওয়া গেলেও, মৃত্যুর ঘটনা এটিই প্রথম বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

সল্টলেক এলাকার শিশুটি বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল। জ্বর হওয়ায় গত বোরবার (২০ সেপ্টেম্বর) শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গত কয়েক বছর ধরে কলকাতায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বছর দিল্লিতে ডেঙ্গু জ্বরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিকিৎসকরা বলছেন, এ সময় জ্বর হলেই সঙ্গে সঙ্গে ম্যালেরিয়া ও ডেঙ্গুর পরীক্ষা করতে হবে।

এদিকে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন, সরকার ও কলকাতা পৌরসভার তৎপরতার সঙ্গে এর মোকাবেলা করা উচিৎ।

যদিও এর আগেই পৌরসভার তরফে জানানো হয়, ডেঙ্গু মোকাবেলায় সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। তবুও ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর কলকাতাবাসীর মনে ডেঙ্গু নিয়ে আতঙ্কের মেঘ জমতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।