ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডালমিয়ার চেয়ারে বসছেন সৌরভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ডালমিয়ার চেয়ারে বসছেন সৌরভ সৌরভ গাঙ্গুলি

কলকাতা: সদ্য প্রয়াত জগমোহন ডালমিয়ার চেয়ারে বসতে চলেছেন সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন ‘নবান্ন’তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন।

এ সময় সৌরভ গাঙ্গুলিও সেখানে উপস্থিত ছিলেন।

মমতা বলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) পরবর্তী সভাপতি হবেন সৌরভ গাঙ্গুলি। আশা করছি, ভারতীয় দলের মতো সফলভাবে সিএবি-এর অধিনায়কত্ব করবেন তিনি।

আগামী কিছুদিনের মধ্যেই সিএবি-এর গভর্নিং কমিটির সভায় সৌরভের নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এতদিন সিএবি-এর যুগ্ম সভাপতি হিসেবে কাজ করছিলেন সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।