কলকাতা: রাজ্যের গরীব মানুষের জন্য সস্তা দরে রেশনে চাল দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার সন্ধ্যায় মহাকরণে খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পর তিনি সংবাদমাধ্যমের কাছে এই সিদ্ধান্তের কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের রেশনের মাধ্যমে ২ রুপি কিলো দরে চাল দেওয়া হবে। তবে এই সস্তার চাল সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য নয়। যে সব পরিবারের বার্ষিক আয় ৩৬ হাজার রুপির নীচে শুধুমাত্র তারাই এই চাল পাবেন। ’
তিনি বলেন,‘ জঙ্গলমহলে যাদের বার্ষিক আয় ৪২ হাজার রুপির নীচে তাদেরও এই চাল দেওয়া হবে। আগে নিয়ম ছিল যাদের বার্ষিক আয় ২৪ হাজার রুপি এবং জঙ্গলমহলে ৩৬ হাজার রুপির নীচে তাদের সস্তা দরে চাল দেওয়া হত। কিন্তু জিনিষপত্রের দাম বেড়ে যাওয়ায় এই টাকায় কিছুই হয় না। তাই উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হল। ’
এদিনের বৈঠকে উপস্থিত শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যার্টাজি বলেন, ‘ রাজ্যের পুরো রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ৭৮ লাখেরও বেশি ভূয়া রেশন কার্ড রয়েছে। সেগুলি আগে ঠিক করা হবে। ’
মহাকরণ সুত্রে জানা গেছে, রেশন ব্যবস্থাকে ঠিক করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই রিপোর্টের ভিত্তিতে ভূয়া রেশন কার্ড বাতিল করা হবে।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘন্টা, জুন ০২, ২০১১