ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যপালের সঙ্গে বাংলাদেশ উপ হাইকমিশনারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ত্রিপুরা রাজ্যপালের সঙ্গে বাংলাদেশ উপ হাইকমিশনারের বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে বৈঠক করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার জকি আহাদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ত্রিপুরার ত্রিপুরার রাজভবনে এ বৈঠক হয়।



বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার ঘটানো।

ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের চাহিদা থাকায় আগামী দিনে ত্রিপুরার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে দুই কূটনীতিকের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় উঠে আসে মুক্তি যুদ্ধের সময় ত্রিপুরার অবদানের কথা। এ সময় বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের ত্রিপুরায় আশ্রয় গ্রহণের স্মৃতিচারণ করেন ত্রিপুরার রাজ্যপাল।

বাংলাদেশের সাহিত্য সম্পর্কেও তার উৎসাহের কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভিএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।