কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ফাঁস হয়ে গেছে।
শনিবার সকালে কলকাতার একটি সংবাদমাধ্যমে হঠাৎ করেই সম্ভাব্য মেধা তালিকাসহ ফল প্রকাশ করা হয়।
এ নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে অবশ্য উচ্চমাধ্যমিক সংসদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে।
এ প্রসঙ্গে ডাকা সংবাদ সম্মেলনে কলকাতায় উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি ওঙ্কার সাধন অধিকারী বলেন, ‘সংসদ রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা। তাই যা হয়েছে তা সরকারের নির্দেশেই হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার চাইলে এই ঘটনার তদন্ত করতে পারে। সরকার নির্দেশ দিলে তবেই আমরা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেব। ’
রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য অবশ্য ফল প্রকাশের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার মন্ত্রণালয় থেকে কোনো তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হলে কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তিনি মহাকরণে সাংবাদিকদের বলেন, ‘এরাই আমাদের ভবিষৎ। বাংলা গড়ার কাজ করবে এরাই। সব কৃতি ছাত্রকে আমার আঁকা ছবি উপহার দেব। ’
কয়েকজন কৃতি শিক্ষার্থীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন তিনি।
মহাকরণ সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার মাধ্যমিকের ১০ জনকে মহাকরণে ও শনিবার উচ্চমাধ্যমিকের ৫৫ জন শিক্ষার্থীকে কলকাতার টাউনহলে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১১