ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রপতিকে ৭০ বিশিষ্ট ব্যক্তির খোলা চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ভারতের রাষ্ট্রপতিকে ৭০ বিশিষ্ট ব্যক্তির খোলা চিঠি শঙ্খ ঘোষ ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কলকাতা: দাদরি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের ৭০ জন বিশিষ্ট ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছেন।

এদের মধ্যে রয়েছেন, কবি শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নবনীতা দেবসেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অশোক মিত্র প্রমুখ।



এরআগে একই ঘটনার প্রতিবাদে কবি মন্দাক্রান্তা সেন সহ ভারতের বেশকিছু অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এরপর পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্টজনেরা এ খোলা চিঠি দিলেন রাষ্ট্রপতিকে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে এই চিঠির কথা সংবাদ মাধ্যমকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ভিএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।