ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরলেন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরলেন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কলকাতা: চারদিনের ভারত সফরে এসে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন বাংলাদেশ নৌবাহিনীর চিফ ভাইস অ্যাডমিরাল মহম্মদ ফরিদ হাবিব।

শুক্রবার (০৬ নভেম্বর) তিনি সস্ত্রীক জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন।



সোমবার (০২ নভেম্বর) চারদিনের ভারত সফরে যান বাংলাদেশ মহম্মদ ফরিদ হাবিব। এর আগে, তিনি দিল্লি ও মুম্বাই সফর করেছেন।

ঠাকুরবাড়িতে ঘুরে মহম্মদ ফরিদ হাবিব বলেন, কলকাতায় এসে একবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসব না এটি হতে পারে না। দুই বাংলার চেতনায় মিশে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলানিউজের এক প্রশ্নের জবাবে ফরিদ হাবিব বলেন, জলপথে দুইদেশের মধ্যে একদিকে বাণিজ্য বাড়ানো, অন্যদিকে সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে দুইদেশ হাতে হাত মিলিয়ে কাজ করবে।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সমস্যার সমাধান করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে।

তিনি আগামী দিনে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।