ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গরুর মাংস নিয়ে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি প্রবীণ বিজ্ঞানীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
গরুর মাংস নিয়ে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি প্রবীণ বিজ্ঞানীর পি এম ভার্গব

কলকাতা: গরুর মাংস খাওয়া নিয়ে ভারতজুড়ে বিতর্কের মাঝে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে গরুর মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে জানালেন ভারতের প্রবীণ বিজ্ঞানী পি এম ভার্গব।

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এই বিজ্ঞানী ‘সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি’-এর প্রতিষ্ঠাতা অধিকর্তা ।

৮৫ বছর বয়সী এই বিজ্ঞানী ১৯৮৬ সালে পাওয়া পদ্মভূষণ সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পুরস্কার ফিরিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে যে চিঠি তিনি দিয়েছেন তাতেই তিনি উল্লেখ করেছেন গরুর মাংস  প্রসঙ্গ।

তিনি জানিয়েছেন, বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মীয় রক্ষণশীলতার পরিবেশ বাধা হয়ে দাঁড়াচ্ছে, যা প্রভাব ফেলছে উন্নয়নে। গরুর মাংস নিয়ে বিতর্কের মাঝে এই বিজ্ঞানীর চিঠি আলোড়ন ফেলবে মলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১১,২০১৫
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।