ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আরও এক পাকিস্তানি গুপ্তচর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কলকাতায় আরও এক পাকিস্তানি গুপ্তচর আটক

কলকাতা: কলকাতায় জাফর খান নামে আরও এক পাকিস্তানি গুপ্তচরকে আটক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

সোমবার (১৬ নভেম্বর) জাফর খানকে গ্রেফতার কর‍া হয়।



কলকাতা পুলিশ সূত্র জানায়, জাফর ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তানে ছিলেন। তিনি খাদ্য পরিবেশকের পরিচয়ে বিভিন্ন ভারতীয় সেনা ছাউনিতে গিয়ে খবর সংগ্রহ করে পাকিস্তানে পাচার করতেন। এমনকি সেনা কর্মকর্তাদের বাড়িতেও যেতেন তিনি। তথ্য পাচারের জন্য ব্যবহার করতেন হোয়াটস অ্যাপ ও ভাইবারের মতো প্রযুক্তি।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের কলিন স্ট্রিট থেকে তার ভাই আখতার খানকে আটক করা হয়।

আখতার ও জাফরের কাছ থেকে আরও বেশ কিছু নাম পাওয়া গেছে, যাদের আটক করতে বিশেষ অভিযান শুরু করেছে গোয়েন্দা সদস্যরা, জানায় সূত্র।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ভিএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।