ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা ও ঢাকার মেয়রের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
কলকাতা ও ঢাকার মেয়রের বৈঠক

কলকাতা: কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

কলকাতা শহরের নিকাশি, জঞ্জাল অপসারণ, পার্ক ও রাস্তা-ঘাট নির্মাণ নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



এর আগে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক কলকাতার যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সেদেশের পুলিশের সঙ্গে কথা বলেন। এ সময় যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টি কলকাতা পুলিশ বিস্তারিতভাবে তাকে জানান।

কলকাতা কর্পোরেশনে রাখা নেতাজী সুভাষ চন্দ্র বোসের ব্যবহার করা চেয়ার টেবিলসহ প্রদর্শনী কক্ষের বিভিন্ন জিনিস আনিসুল হককে ঘুরে দেখান কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়।

অনিসুল হক বলেন, কলকাতার বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি তথ্য নিয়েছেন। আগামী দিনে ঢাকার উন্নতির ক্ষেত্রে সে তথ্যগুলি কাজে লাগবে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৫
ভি.এস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।