ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্যাংটক, সিকিম থেকে: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী র‌্যালি শুধু ২০টি গাড়ির র‌্যালি নয়, বরং চারটি দেশের বন্ধুত্বের বিনিময়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিকিমের রাজধানী গ্যাংটকের মেফেয়ার স্পা অ্যান্ড রিসোর্টসের তিস্তা হলে বিবিআইএন র‌্যালির ‘এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক-বিবিআইএন যান চুক্তি’ শীর্ষক সেমিনারে চার দেশের প্রতিনিধিরা এ মত ব্যক্ত করেন।



অগ্নি প্রজ্বলন করে সিকিম রাজ্যে র‌্যালিকে স্বাগত জানান, গ্যাংটকের মেয়র এস সিং। তিনি র‌্যালির আগামী দিনগুলোর জন্য শুভকামনা করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপনে ভেটেরান মোটর স্পোর্টস এনথুয়াসিস্টের প্রধান এজ্জি উমামায়েস দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বিভিন্ন রাস্তার অবস্থান তুলে ধরেন।

গত ১৪ নভেম্বর র‌্যালি শুরুর পর থেকে ৬ দিনের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডল বলেন, এটা শুধু ২০টি গাড়ির বহর নয়, বরং চারটি দেশের মধ্যে বন্ধুত্বের বিনিময়। সংস্কৃতির যেমন বিনিময় হবে, তেমনি অর্থনৈতিক সম্পর্ক মজবুত হবে।

নেপাল দলটির নেতৃত্বে থাকা নেপাল অটোমোবাইল অ্যাসোসিয়েশনের প্রধান দাসারাথ রিসাল বলেন, বিবিআইএন র‌্যালিতে থাকতে না পারার জন্য নেপাল দুঃখিত। তবে ভবিষ্যতে বিবিআইএন মোটর ভেইকেল এগ্রিমেন্টের সঙ্গেই থাকবে নেপাল।

ভুটানের চার সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন, ফাইভ স্টার মেশিন গ্রিজের প্রধান নির্বাহী থিনলে ওয়াংচুক। তিনি বলেন, চার দেশের মধ্যে খুব বড় পার্থক্য নেই। বিবিআইএন এমভিএ চুক্তির মাধ্যমে চারটি দেশের মধ্যে যে আদান-প্রদান হবে তাতে অর্থনৈতিক শক্তি বাড়বে।

ভারতীয় দলের পক্ষে র‌্যালির চিফ কমিউনিকেশন অফিসার জগন্নাথিন সিজে বলেন, এই র‌্যালির মাধ্যমে যে যাত্রা শুরু হলো, সেটার ধারাবাহিকতা থাকবে। যেখানে একটি আঞ্চলিক শক্তি হিসেবে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো।

সেমিনারে সভাপতিত্ব করেন কলিঙ্গ মোটরসের প্রধান ও ওড়িশা রাজ্যের এমএলএ মহারাজা প্রাভীন ভেঞ্জদে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএন/এএ

** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।