ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হিমালয় রাজ্যের সকাল

মাজেদুল নয়ন, সিনিয়ন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
হিমালয় রাজ্যের সকাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফুয়েনসলিং, ভুটান থেকে: বাংলাদেশ অার এখানকার (ভুটান) সময় একই। গত ৮ দিনের অভ্যাসে সূর্য ওঠার অাগেই ঘুম ভাঙে।

তাই হিমালয় রাজ্যে একটু প্রাতঃভ্রমণ।

সকালে ঘো (পুরুষদের ট্রেডিশনাল পোশাক) এবং কিরা (মেয়েদের পোশাক) পরে স্কুলে যাচ্ছে শিশুরা। খুব কম শিশুরই হাতে ব্যাগ। অবশ্য বিবিঅাইএন’র সহযাত্রী থিম্পুর ইমিগ্রেশন অফিসার থিংলে জানালেন, এখন পরীক্ষার সময়।

স্কুল বা অফিসে যাওয়ার পথে মেলিন দ্রোতে স্পর্শ করে ঘুরিয়ে যাচ্ছেন হিমালয়বাসী। এটা এক ধরনের প্রার্থনা। যা হিমালয় পাদদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা করে থাকেন।
 
সকালের বাজারও চোখে পড়ল একটা। বিক্রেতাদের মধ্যে নারীদেরই দাপট।

অনেকেই ভারত থেকে ফুয়েনসলিংয়ে প্রবেশ করছে, আবার যাচ্ছে অনেকে। এই সীমানায় শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়েই প্রবেশ করেন দুই দেশের মানুষ।

থিংসলে জানালেন, এটাই মূল শহর। জনসংখ্যা খুবই কম। পরিষ্কারের কথা বললে, শহরকে ইউরোপের সঙ্গে মেলানো যাবে। পাহাড় থেকে উপত্যকায় নেমে এসেছে এ শহর।

বাংলাদেশ সময়:০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
এমএন/জেডএস

** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।