কলকাতা: মহানগরীর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই পদক্ষেপ রূপে স্বাস্থ্য মন্ত্রক এবার কলকাতার সরকারি হাসপাতালগুলোতে সার্বক্ষণিক নজরদারি জন্য সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছে।
স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করতে কলকাতার পিজিতে ৩৬টি, মেডিক্যাল কলেজে ৪০টি, আরজিকরে ১৬টি ও এনআরএসে ২০টি সিসিটিভি বসছে বলে স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানাচ্ছে, এর জন্য ব্যয় হচ্ছে প্রায় ৫০ লাখ রুপি। হাসপাতালের রিসেপশান, জরুরি বিভাগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ওর্য়াডে বসবে সিসিটিভি। আর মনিটর করা হবে অধ্যক্ষ ও সুপারের কক্ষ থেকে।
কক্ষে বসেই হাসপাতালের শীর্ষ আধিকারিকরা নজরদারি করতে পারবেন চিকিৎসকরা ওর্য়াডে আছেন কী না বা কর্মী ও নার্সরা ঠিকঠাক কাজ করছেন কী না। এছাড়াও হাসপাতালের বহিরাগতের ওপর ও নজররাখা হবে নিরাপত্তার প্রশ্নে।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জুন ২৩, ২০১১