নয়াদিল্লি: ভারতের যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টে সিং আলুওয়ালিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের যোজনা খাতে ২৭ শতাংশ ব্যয় বৃদ্ধি করলেন।
বুধবার নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
এদিন বৈঠক শেষে আলুওয়ালিয়া বলেন,‘ গতবছর রাজ্যের জন্য বরাদ্দ ছিল বিভিন্ন যোজনা খাতে ১৮ হাজার কোটি রুপি। এবার ১২তম প্ল্যানে ২০১১-১২ ভিত্তি বর্ষে তা বাড়িয়ে করা হচ্ছে ২২ হাজার ২১৪ কোটি রুপি। ’
এদিন তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীর দাবি মেনেই এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ’
জানা গেছে, রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অবকাঠামো নির্মাণেও বরাদ্দ করা হয়েছে। কর আদায়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে এদিন আলোচনা হয়েছে।
আলোচনায় বেসরকারি সাহায্যে সড়ক ও স্বাস্থ্য প্রকল্প গড়া নিয়ে কথা হয়।
মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে বলেন, ‘উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা একটি মন্ত্রক করা হয়েছে। যেই মন্ত্রক প্রতি ৬ মাস পর পর কাজের মূল্যায়ন করবে। ’
এদিনের বৈঠকে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পরিকল্পনা উন্নয়নমন্ত্রী মনীষ গুপ্ত। এছাড়াও যোজনা কমিশনের আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুন ২৩, ২০১১