ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলানিউজকে ডুয়েংগেল

যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থিম্পু, ভুটান থেকে: চার দেশে যান চলাচলের মধ্য দিয়েই বাণিজ্যের সম্প্রসারণ হবে বলে মনে করেন ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ডি. এন. ডুয়েংগেল (D.N. Dhungyel)।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানী থিম্পুর লা মেরিডিয়ান হোটেলের সম্মেলন কক্ষে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন মন্ত্রী।



ডুয়েংগেল বলেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্টে (বিবিঅাইএন এমভিএ) স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ভুটান অগ্রবর্তী। আমরা সত্যিকারভাবেই অাগ্রহী এ চুক্তি কার্যকরের জন্য।

তিনি বলেন, ইতিমধ্যে ভুটানের সংসদে বিবিআইএন এমভিএ উত্থাপন করা হয়েছে। সংসদ বিষয়টিকে আরো যাচাই বাছাইয়ের জন্য বলেছেন। আমরা এখন দেশগুলোর মধ্যে যান চলাচলের প্রক্রিয়া পরীক্ষা-নিরীক্ষা করছি। কি প্রক্রিয়ায় চলবে এবং পর্যবেক্ষণ করা যাবে।

বর্তমানে সংসদের শীতকালীন অধিবেশন চলছে, অাগামী গ্রীষ্মকালীন অধিবেশনেই সংসদে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে বলে জানান ডুয়েংগেল।

বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অামরা উম্মুখ হয়ে অাছি। চারটি দেশের মধ্যে যখন সড়ক যোগাযোগ শুরু হবে, তখনই বাণিজ্য বাড়বে। সংস্কৃতির বিনিময় হবে। দেশগুলোর মধ্যে সব ধরনের অাদান-প্রদান বাড়বে।

তিনি অারো জানান, এ ভেন্যুতেই গত ১৫ জুন চুক্তিটি স্বাক্ষর করেছিলেন অামাদের নেতারা। এখন এটিকে সফল করে তোলার দ্বায়িত্ব অামাদের।

আমাদের প্রচুর পণ্য রয়েছে, যেগুলো অামরা রফতানি করতে পারি, এছাড়াও বাংলাদেশ থেকে আমদানিও বাড়বে, খরচ কমে যাবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমএন/জেডএস

** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।