ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় এবারের থিম বলিভিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
কলকাতা বইমেলায় এবারের থিম বলিভিয়া

কলকাতা: প্রতি বছরের মতো এ বছরও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশেষ একটি দেশকে তাদের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এ বছর থিম হিসেবে নির্বাচিত হয়েছে বলিভিয়া।



প্রাথমিক অবস্থায় ফ্রান্সকে ফোকাল থিম হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে ফ্রান্স তাদের সমস্যার কথা জানালে বলিভিয়াকে নির্বাচিত করা হয়।

কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড জানায়, ২০১৬ সালের বইমেলায় থাকবে স্পেন ও ভিয়েতনামের প্রকাশনা সংস্থা। এছাড়া বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘তৃতীয় কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’। যা চলবে ৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে এ বছরই প্রথম কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে গুয়াতেমালা, নরওয়ে ও চীনের প্রকাশনা সংস্থা। চে-গুয়েভারার সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের ৫০ বছর এবং ভিয়েতনাম যুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে মেলায় থাকছে বিশেষ আয়োজন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
ভিএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।