ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুন্দরবনকে জেলা ঘোষণা করবে পশ্চিমবঙ্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সুন্দরবনকে জেলা ঘোষণা করবে পশ্চিমবঙ্গ

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করার সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন।

আগামী আট থেকে দশ মাসের মধ্যে এ ঘোষণা কার্যকর করা হবে বলে শুক্রবার (২৭ নভেম্বর) তিনি জানান।



মুখ্যমন্ত্রী বলেন, একটি জেলা করতে গেলে প্রশাসনিক কিছু নিয়ম কানুন দরকার সেগুলি মিটলেই সুন্দরবন জেলায় পরিণত হবে।

তিনি বলেন, সুন্দরবনে অনেক উন্নয়ন প্রয়োজন, আর জেলা হলেই তা সম্ভব। সুন্দরবন যদি জেলায় পরিণত হয় তা হলে এখানকার মানুষ অনায়াসেই সরকারি দফতরে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। আর কর্মকর্তারা তা দ্রুত সমাধান করবেন।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
ভি.এস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।