ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিউরে উঠি

মাজেদু্ল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
শিউরে উঠি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা, বাংলাদেশ থেকে কলকাতা, ভারতের পথে: চোখের পানি ধরে রাখতে পারলেন না অাশিষ ভাটিয়া।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মানুষ তিনি।

বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের এ বাড়িতে দ্বিতীয়বারের মতো আসলাম। ঘাতকদের নৃশংসতার চিহ্ন দেখলে গাঁ শিউরে ওঠে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী ৠালির ফ্ল্যাগ অফের আগে রাইডাররা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর দেখতে যান।

দক্ষিণ এশিয়ার বাকি তিনটি দেশের মানুষ হলেও দেখা যায়, তাদের অনেকেই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানেন কম। সকলেই বাংলাদেশের গৌরবময় ইতিহাস জানতে পেরে ভালো লাগা এবং দুঃখিত হওয়ার কথা জানিয়েছেন।

ভারতের ঝাড়খণ্ডের রাইডার পরেশ বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এখানে দেখে আরো পরিস্কার হলাম।

ভুটানের প্রতিনিধি সোনাম টগবকে ব্যথিত করেছে ৩২নং বাড়ির বুলেটের চিহ্ন। বলেন, আমি সত্যি দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশিরা তাদের জাতির জনককে বেশিদিন কাছে পাননি। পেলে বাংলাদেশ আজ আরো অনেক বেশি উন্নত থাকতো। যে দেশে এমন ত্যাগী নেতা জন্মেছিলেন তাদের কেউ আটকাতে পারবে না।

মৈত্রী মোটর র‌্যালি মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাত্রাবিরতি করেছে। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।