ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আমন খেত পরিদর্শন করলেন আয়েঙ্গার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ত্রিপুরায় আমন খেত পরিদর্শন করলেন আয়েঙ্গার

আগরতলা, ত্রিপুরা: এবছর আমন ধানের চাষ কেমন হয়েছে তা মাঠ পর্যায়ে খতিয়ে দেখতে জমি পরিদর্শন করলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রধান সচিব ড. জিএসজে আয়েঙ্গার।

বুধবার (০২ ডিসেম্বর) রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।



আয়েঙ্গার এদিন মূলত পুলিনপুর, হাওয়াইবাড়ী, ব্রহ্মছড়া, বাইশ ঘরিয়া প্রভৃতি এলাকায় যান।

পরিদর্শন শেষে তিনি জানান, এবছর ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া এলাকায় হেক্টর প্রতি গড়ে আমন ধানের ফলন হয়েছে ৩.৫ মেট্রিক টন। তবে এ এলাকার প্রধান সমস্যা হলো জমিতে দীর্ঘদিন পানি দাঁড়িয়ে থাকে। যদি তা না হতো ফলন আরও বেশি হতো।

এসময় সঙ্গে ছিলেন কৃষি কর্মকর্তা ড. ডি পি সরকার, উদ্যান কর্মকর্তা শরদিন্দু দাসসহ কৃষি দপ্তরের স্থানীয় কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।