কলকাতা: পাহাড়ের লাগাতার আন্দোলনের সময় বয়কট করা বিদ্যুৎ বিলের পাশাপাশি এবার নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া সব ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জনমুক্তি মোর্চা।
মোর্চা সূত্রে জানা গেছে, বিধানসভা অধিবেশনে জনমুক্তি মোর্চার বিধায়করা এ দাবি তুলবেন।
এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি দার্জিলিং জেলার পুলিশ সুপার দেবেন্দ্র প্রতাপ সিংহ।
তবে সোমবার তিনি বাংলানিউজকে বলেন, ‘পাহাড়ে ৩ কোম্পানি সিআরপিএফ প্রত্যাহার করা হচ্ছে। পাহাড় আপাতত শান্ত বলেই এ সিদ্ধান্ত। ’
সেইসঙ্গে সিআরপিএফ চলে গেলে তারা গোয়েন্দা নেটওর্য়াকের ওপর বেশি জোর দেবেন বলেও জানান তিনি।
দেবেন্দ্র বলেন, ‘তবে হঠাৎ কোনও সমস্যা এড়াতে কম সংখ্যক সিআরপিএফ যাতে পাহাড়ে থাকে তার জন্য প্রস্তাব পাঠানো হচ্ছে। ’
এদিকে, সোমবার বিধানসভা অধিবেশনে রাজ্যপাল এম কে নারায়ণনের স্বাগত ভাষণের পর সিঙ্গুর নিয়ে বিল পেশ করা হবে।
তারপরই পাহাড় প্রসঙ্গ তোলার চেষ্টা করবেন মোর্চার দুই বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী ও রোহিত শমা বলে জানা গেছে মোর্চা সূত্রে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১৩, ২০১১