ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা ধ্বংস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা ধ্বংস

আগরতলা (ত্রিপুরা): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধ গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (০৪ ডিসেম্বর) রাজ্যের সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানায় এ অভিযান চালানো হয়।



পুলিশ জানায়, কলমচৌড়া থানার পুটিয়া, নলজলসহ পার্শবর্তী এলাকায় খাস জমিতে অবৈধভাবে গাঁজার চাষ করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এসপি সরস্বতী রাওয়ের নেতৃত্বে সিপাহীজলা জেলার ডেপুটি পুলিশ সুপার হারাধন কর্মকার,  কলমচৌড়া থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) জওয়ানরা উপস্থিত ছিলেন।

ডেপুটি পুলিশ সুপার হারাধন কর্মকার বাংলানিউজকে জানান,  সকাল ১০টা থেকে শুরু হয়ে ‍বিকেল প্রায় সাড়ে ৪টা পর্যন্ত চলে অভিযান। অভিযানে প্রায় ৩লাখ গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এদিন প্রায় ২৫ কোটি ভারতীয় রুপি মূল্যের গাঁজা ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।