ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জাতীয় ডিজিটাল স্বাক্ষরতা মিশন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ত্রিপুরায় জাতীয় ডিজিটাল স্বাক্ষরতা মিশন শুরু

আগরতলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে ত্রিপুরার ধলাই জেলায় শুরু হলো জাতীয় ডিজিটাল  স্বাক্ষরতা মিশন।

শুক্রবার (১১ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ধলাই জেলার অন্তর্গত কমলপুর মহকুমার মরাছড়া গ্রামে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।



মরাছড়া কৃষি অফিস সংলগ্ন হলঘরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন কমলপুর নগর পঞ্চায়েতের সাবেক ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিজয় লক্ষ্মী সিনহা, পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বেশ্বর আহিরসহ এলাকার স্থানীয় বাসিন্দারা।

প্রকল্পের অধীনে স্থানীয় মরাছড়া গ্রামের প্রতি পরিবারের একজন সদস্য ১৫দিন প্রশিক্ষণ নিতে পারবেন। এতে মোবাইল, কম্পিউটারসহ ইন্টারনেট পরিষেবার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভারত সরকারের ইনফরমেশন টেকনোলজি এবং  শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।