ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে শিল্পখাতে বিনিয়োগে মমতার উদ্যেগ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১১
পশ্চিমবঙ্গে শিল্পখাতে বিনিয়োগে মমতার উদ্যেগ

কলকাতা: আরও বেশি মাত্রায় শিল্পখাতে বিনিয়োগের জন্য আগামী ১৮ জুন রাজ্য থেকে আন্তর্জাতিক স্তরে ১৩৭ জন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার কলকাতার বেলভিডিয়ার রোডে অফিসার্স এনক্লেভে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি ও অর্থমন্ত্রী অমিত মিত্র।



পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য কোন কোন শিল্প প্রতিষ্ঠান শরিক হতে চায় তারও ইঙ্গিত এই বৈঠকে পাওয়া যাবে বলে আশা করছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই রিলায়েন্স গ্রুপের অনিল আম্বানিসহ একাধিক শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে রাজ্য সরকারের কাছে আগ্রহ প্রকাশ করেছে।

এই বৈঠকে বিভিন্ন বণিকসভা থেকে রাজ্য ও কেন্দ্রীয়স্তরের রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার কর্ণধার ও বেসরকারি শিল্প সংস্থার মালিকদের আমন্ত্রণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

ভারতীয় সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।