ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উৎসবের কলকাতায় ‘হোটেল রুম’ সংকট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
উৎসবের কলকাতায় ‘হোটেল রুম’ সংকট

কলকাতা: বড়দিন, থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে কলকাতার হোটেলগুলোতে রুম সংকট দেখা দিয়েছে। বিদেশ থেকে বিপুল পর্যটক উৎসব উদযাপনের লক্ষে কলকাতায় ভিড় জমানোয় এই সমস্যা জটিল হয়ে উঠছে।



খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার নিউ মার্কেট অঞ্চলের পার্ক স্ট্রিট, মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট অঞ্চলের হোটেলগুলো প্রায় পরিপূর্ণ। বেশির ভাগ হোটেলের কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে, তারা আর অগ্রিম বুকিং নিচ্ছে না।

বাংলানিউজের তরফে এই অঞ্চলের হোটেলগুলোতে কথা বলে জানা যায়, পর্যটকের চাপ বেশি থাকায় কর্তৃপক্ষ হোটেলে জায়গা দিতে পারছেন না।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বেশি অর্থ দিয়েও হোটেল থাকার জায়গা পাচ্ছে না অনেকে।

অভিযোগ এসেছে, সাধারণ সময়ে যে কক্ষগুলো ৩৫০-৫০০ রুপি ভাড়া নেওয়া হয়, সেগুলো বর্তমানে দৈনিক ১৫০০-১৭০০ রুপি ভাড়া নেওয়া হচ্ছে।

তবে পাঁচতারকা হোটেলগুলোতে কক্ষ নিয়ে সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ভি.এস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।