ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় হস্ত শিল্পে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সেমিনার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আগরতলায় হস্ত শিল্পে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বেকার তরুণদের কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের হস্ত শিল্পে দক্ষতা বৃদ্ধির বিষয়ে আগরতলায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) আগরতলার প্রজ্ঞা ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ সময় উপস্থিত ছিলেন- রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, মুখ্যসচিব ওয়াই পি সিংসহ রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে আমাদের দেশে অন্যতম বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। দেশে ২০ কোটি তরুণ এখন বেকার। এই পরিস্থিতিতে দেশের সরকারের যে নীতি গ্রহণ করা দরকার, তারা সেটা করছে না।

পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং হস্ত তাঁত ও হস্ত কারু শিল্প দপ্তরের সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজ্যের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।