ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সীমান্তে বিএসএফ-গ্রামবাসী বচসার জেরে উত্তেজনা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ত্রিপুরা সীমান্তে বিএসএফ-গ্রামবাসী বচসার জেরে উত্তেজনা ফাইল ফটো

আগরতলা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও গ্রামবাসীর মধ্যে বচসার জেরে বৃহস্পতিবার(২৪শে ডিসেম্বর) উত্তেজনা ছড়ায় ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী মতিনগর এলাকায়। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

রয়েছে পুলিশি টহল।

এলাকাবাসীর অভিযোগ এদিন দুপুরে দুই মহিলা গ্রামের এক দোকান থেকে ভোজ্য-তেল ও কিছু গুড়া মশলা নিয়ে বাড়ি যাওয়ার পথে সীমান্তে কর্তব্যরত ১৯৫ নম্বরের ব্যাটালিয়নের এক জওয়ান তাদের বাধা দেয়। এই ঘটনার জেরে বিএসএফ জওয়ানের সঙ্গে মহিলাদের বচসা-বাধে, অভিযোগ  বিএসএফ জওয়ান হঠাৎই এক মহিলার উপর আক্রমণ করে। এই ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসেন অন্যান্য লোকজন, তাদের সঙ্গে বিএসএফ জওয়ানের সঙ্গে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে আমতলী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। ছুটে যায় বিএসএফ আধিকারিকরাও।

আহত দুই মহিলাকে পার্শ্ববর্তী হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বিএসএফের পাশাপাশি এলাকায় রয়েছে পুলিশি টহল। তবে ঘটনা স্থলে বিএসএফ বাহিনীর আধিকারিকরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিক ভাবে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।