ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট দলের সাবেক বিধায়কের মরদেহ উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট দলের সাবেক বিধায়কের মরদেহ উদ্ধার সুনীল কুমার চৌধুরী

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট দলের সাবেক বিধায়ক সুনীল কুমার চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এমনটি দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে রাজ্যের দক্ষিণ জেলার সাব্রুমের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে সুনীল কুমার একটি চিরকুট লিখে গেছেন, তাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

তবে প্রত্যক্ষদর্শীদের জানান, সুনীল কুমার চলাফেরা করতে পারতেন। তাই আত্মহত্যার বিষয়টি মানতে পারছেন না তারা।

সুনীল কুমার ১৯৭৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বামফ্রন্ট দলের হয়ে বিধায়ক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত ছিলেন এবং ১৯৯৮ সালে তিনি দলীয় দায়িত্ব থেকে স্বেচ্ছায় অবসর নেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।