ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আগরতলায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রাজ্যে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা জানান টিসিএ’র সভাপতি কমল সাহা।



আগরতলার নরসিংগড় এলাকার টিআইটি মাঠে নতুন এ স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানান তিনি। স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ কোটি ভারতীয় রুপি (১ রুপি ১.২০ টাকা)।

আগরতলার পোস্ট অফিস মোড়ের টিসিএ’র অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌরভ দাশগুপ্ত ও কোষাধ্যক্ষ সুরজীৎ ঘোষ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।