ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মৌসুমের শীতলতম দিন সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
কলকাতায় মৌসুমের শীতলতম দিন সোমবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর জানিয়েছিলো, সান্তাক্লজ নিয়ে আসবেন শীত। আকাশ মেঘলা থাকায় ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত সেভাবে শীত পড়েনি কলকাতায়।



ডিসেম্বরের ২৫ থেকে মেঘ সরে গিয়ে কলকাতার আকাশে ঝলমলে রোদের দেখা মেলে। আর আকাশে সূর্য হেসে উঠতেই শীতে কেঁপে ওঠে কলকাতার মানুষ।

সোমবার (২৮ ডিসেম্বর) কলকাতার তাপমাত্রা মৌসুমের সবচেয়ে শীতলতম অঙ্কে পৌঁছেছে।

কলকাতার আলিপুর আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, এদিন সকালে তাপমাত্রা ছিলো ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সঙ্গে ছিলো উত্তরে হাওয়া। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ বছর দেরিতে শীত আসা নিয়ে মন খারাপ ছিলো কলকাতাবাসীর। তবে আবহাওয়া অধিদফতর মনে করছে,  দেরিতে এলেও শীত উপভোগ করতে পারবেন কলকাতার মানুষ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ভিএস/এসএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।