ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কৈলাসহরে বনভোজনে সংঘর্ষ, আহত ৫

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কৈলাসহরে বনভোজনে সংঘর্ষ, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি কৈলাসহর এলাকায় বনভোজনে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) কৈলাসহর জগন্নাথপুর চা বাগানে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজন করে বাড়ি ফেরার পথে বাগানের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটি। এ সময় বনভোজনে যাওয়া দুইজন এবং তিন চা শ্রমিক আহত হন। পরে খবর পেয়ে কৈলাসহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত চক্রবর্তী এবং টি এস আর বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা বর্তমানে কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।