ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিয়মিতকরণ ও পুনঃ নিয়োগের দাবিতে আগরতলায় গণঅবস্থান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
নিয়মিতকরণ ও পুনঃ নিয়োগের দাবিতে আগরতলায় গণঅবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত ত্রিপুরার সকল শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ  এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত ছাঁটাই রাজ্যের ১৫৬জন  কর্মীকে পুনরায় নিয়োগের দাবিতে মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করলো ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি।

এ দিন সমিতির সদস্য-সদস্যারা রাজধানীর বিবেকানন্দ ময়দানে তাদের একদিনের ধর্ণা কর্মসূচি পালন করেন।

পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে যে বরাদ্দ কমিয়েছে তারও প্রতিবাদ করা হয়।

এই দাবি সনদের প্রতিলিপি ফ্যাক্সের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানীর কাছে ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও পাঠানো হয় বলে জানান ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি সম্পাদক রাজকুমার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।