ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সড়ক নিরাপত্তা সপ্তাহ ১০ জানুয়ারি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আগরতলায় সড়ক নিরাপত্তা সপ্তাহ ১০ জানুয়ারি

আগরতলা: প্রতি বছরের ন্যায় এবারো ১০ জানুয়ারি নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে আগরতল‍ায় পালিত হবে ৩৪তম সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৬।  

এ উপলক্ষে আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।



অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ বাহিনী প্যারেট প্রদর্শন করবে। এ জন্য প্রতিদিন সকালে পুলিশ সদস্যরা অনুশীলন করছেন।    

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,কুইজ, আলোচনা সভা,পরিবহন শ্রমিকদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, সচেতনতামূলক লিফলেট বিলি, প্রবন্ধ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা সদরে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হবে।

সড়ক  দুর্ঘটনা কমানোর লক্ষ্যে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রতিবছর এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।