ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাশ্বেতা দেবী হাসপাতালে, দেখতে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
মহাশ্বেতা দেবী হাসপাতালে, দেখতে গেলেন মমতা মহাশ্বেতা দেবী ও মমতা ব্যানার্জি

ঢাকা: বিখ্যাত লেখক ও র‌্যামন ম্যাগসাসে পুরস্কারপ্রাপ্ত মহাশ্বেতা দেবী অসুস্থ হয়ে হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অসুস্থ এই লেখককে দেখতে কলকাতার বেলে-ভিউ মাল্টিস্পেশালিটি ক্লিনিকে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা অসুখে ভূগছেন মহাশ্বেতা দেবী। পরে তাকে কলকাতার বেলে-ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে অসুস্থবোধ করলে মহাশ্বেতা দেবীকে হাসপাতাল ভর্তি করা হয়। ওই সময় তার জ্বরও ছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো।

এদিকে ব‍ৃহস্পতিবার ভারতীয় বাঙালি লেখক ও মানবাধিকারকর্মীকে দেখতে বেলে-ভিউ ক্লিনিকে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার চিকিৎসার খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী।

১৯২৬ সালে ঢাকায় জন্ম নেওয়া এই লেখিকা ভারত সরকারের সর্বোচ্চ সম্মান পদ্ম বিভূষণ ছাড়াও জ্ঞানপীঠ ও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।