ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যপালের সঙ্গে বাংলাদেশি কমিশনারের সাক্ষাৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ত্রিপুরা রাজ্যপালের সঙ্গে বাংলাদেশি কমিশনারের সাক্ষাৎ

আগরতলা: ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ শাখওয়াত হোসেন।

শুক্রবার (০১ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের রাজভবনে এ সাক্ষাৎ হয়।

এ সময় দু’জনের মধ্যে স্মারক উপহার হস্তান্তরের পর ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাতকালে মিশনের প্রথম সচিব মোহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভারত-বাংলাদেশের মধ্যে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও এ সময় দু’জনের মধ্যে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।