ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঠান কোটের ঘটনায় নিরাপত্তা বাড়লো কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পাঠান কোটের ঘটনায় নিরাপত্তা বাড়লো কলকাতায়

কলকাতা: কলকাতা মেট্রো, দমদম বিমানবন্দর, হাওড়া ব্রিজ, কালীঘাট মন্দির, ভিক্টোরিয়া, ধর্মতলা মার্কেটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে চিরুনি তল্লাশি।

সম্ভাব্য  নাশকতার আশঙ্কার জায়গায় নিয়োগ করা হয়েছে স্পেশাল পুলিশ ফোর্স।

একই রকম নিরাপত্তা ব্যবস্থা করে হয়েছে দিল্লি, মুম্বাই ও চেন্নাইতে। উৎসবের মৌসুম ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও শনিবার (২ জানুয়ারি) ব্যাপক ভিড় হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বর্ষশেষ ও নতুন বছর উপলক্ষে কলকাতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ বাহিনী, সাদা পোশাকের পুলিশসহ বসানো হয়েছিল বিশেষ গোপন ক্যামেরা। পাঠান কোটে জঙ্গি হামলার খবর আসার পর সেই নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।