ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধান পরিষদ গঠন নিয়ে বিধানসভায় আলোচনা ২৮ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জুন ২০, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধান পরিষদ গঠন করার প্রস্তাব নিয়ে আগামী ২৮ জুন রাজ্য বিধানসভায় আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিকার বিমান ব্যানার্জি।

তিনি বলেছেন, ‘২৮ জুনের আলোচনার পর এটি বিল আকারে পাশ করা হবে।

এছাড়া ২৪ জুন বেলা আড়াইটায় ভোট অন অ্যাকউন্ট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ২৭ জুন এ নিয়ে ৪ ঘণ্টার আলোচনা হবে। ’

বিধানসভার একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বিধান পরিষদে প্রতি ৭ জন বিধায়ক পিছু ১ জন সদস্য নির্বাচিত হবেন। এই বিধান পরিষদ গঠন করার পর সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধান পরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন।

যদিও রাজ্যের এই বিধান পরিষদ গঠনের বিরোধীতা করছে বামফ্রন্ট ও তৃণমূলের অপর জোটসঙ্গী বামপন্থী দল এসএউসি।

উল্লেখ্য, ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বতিল করে দেয় তৎকালিন রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।