ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাবেক বিধায়ক গ্রেফতার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ত্রিপুরা বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাবেক বিধায়ক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অবশেষে গ্রেফতার হলেন ত্রিপুরার বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাবেক বিধায়ক মনোরঞ্জন আচার্য্য।

শনিবার (০৯ জানুয়ারি) ভারতীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তাকে বীরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে।

মনোরঞ্জনের বিরুদ্ধে সিপিআই (এম) দলের অফিসে এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ উঠে। এ অভিযোগে তাকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়। পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়।

বিরোধী কংগ্রেস দল তাকে গ্রেফতারের জন্য চলতি বিধানসভা অধিবেশনেও জোর দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।