কলকাতা: বামফ্রন্ট আমলে প্রাথমিক শিক্ষা থেকে বিদায় নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ আবার প্রাথমিক শিক্ষার সিলেবাসে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার বিধানসভায় তিনি বলেন, ‘১৯৬৯ সালে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে এই বইটি আবশ্যিক হিসাবে চালু হয়েছিল।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুলের বর্তমান সিলেবাসে শিশুদের ওপর বইয়ের বোঝা বড্ড বেশি। কিভাবে এটা কমানো যায় তার জন্য দ্রুত একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হবে। ’
তিনি আরও বলেন,‘ শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করে গড়ে তোলা হবে। ইংরেজি শিক্ষায় জোর দেওয়া হবে, যাতে আমাদের রাজ্যের ছাত্ররা অন্য রাজ্যের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। ’
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১১