ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিএসএফ’র বিরুদ্ধে গ্রামবাসীকে মারধরের অভিযোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ত্রিপুরায় বিএসএফ’র বিরুদ্ধে গ্রামবাসীকে মারধরের অভিযোগ

আগরতলা: ত্রিপুরায় তল্লাশির নামে গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (১০ জানুয়ারি) সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রাম এনসি নগরে দুই গ্রামবাসীকে তল্লাশির নামে বিএসএফ’র জওয়ানরা প্রচণ্ড মারধর করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।



এ ঘটনার জেরে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে অন্যান্য বিএসএফ জওয়ান ও কর্মকর্তারা ছুটে যান। পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।