ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপি সুশাসন প্রতিষ্ঠা করেছে বলে দাবি মনোজের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বিজেপি সুশাসন প্রতিষ্ঠা করেছে বলে দাবি মনোজের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভারতবর্ষে সুশাসন প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন বিজেপি নেতা ও ভারতের রেল দফতরের মন্ত্রী মনোজ সিনহা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ত্রিপুরা প্রদেশ বিজেপি’র নবনির্বাচিত সভাপতি বিপ্লব কুমার দেবকে দলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।



অনুষ্ঠানে মনোজ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন- বিজেপি’র সর্বভারতীয় নেতা ও দলের ত্রিপুরা রাজ্য প্রভারী সুনীল দেওধর, নবনির্বাচিত সভাপতি বিপ্লব কুমার দেবসহ দলের অন্য নেতারা।

এসময় মনোজ সিনহা ও সুনীল দেওধর বিপ্লব কুমার দেবকে চন্দনের তিলক দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব বলেন, দলের কেন্দ্রীয় নেতারা তাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবো।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।