কলকাতা: সিপচুতে মোর্চা সমর্থকদের ওপর পুলিশের গুলি চালনার ঘটনাটি তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি।
মঙ্গলবার সিআইডির পক্ষ থেকে এ দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।
মূলত কোন পরিস্থিতিতে পুলিশ মোর্চা সমর্থকদের ওপর গুলি চালিয়েছিল এবং তা কতটা যুক্তিযুক্ত ছিল সেটা নিয়েই সিআইডি তদন্ত করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সিপচুতে গোর্খা জনমুক্তি মোর্চার এক সমাবেশকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পুলিশের দাবি, সেখানে সমাবেশের কোনও অনুমতি ছিল না। তা সত্ত্বেও ১৪৪ ধারা অমান্য করে সমাবেশের আয়োজন করা হয়।
সেখানে পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের খ-যুদ্ধ লাগে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।
পুলিশের গুলিতে ২ মোর্চা সমর্থকের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন।
অন্যদিকে মোর্চা সমর্থকদের হামলায় কয়েকজন পুলিশ কর্মীও আহত হন।
এ ঘটনাকে ঘিরে পাহাড়ে উত্তেজনা দেখা দেয়। জেলা পুলিশ গুলি চালানোর ঘটনা তদন্তের দায়িত্ব নেয়।
তৎকালীন বিরোধী দলনেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ঘটনার তদন্ত সিআইডিকে দিয়ে করানোর দাবি জানান।
তাই ক্ষমতায় আসার পর নিজেদের দাবি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী সিআইডিকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ২১,২০১১