ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সবুজ কলকাতার জন্য এক লাখ গাছ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১১

কলকাতা: কলকাতা মহানগরীকে দূষণমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভা। যেহেতু বর্ষাকাল এসে গেছে, তাই নগরীর সবুজায়ন করতে লাগানো হবে ১ লাখ গাছ।



কলকাতা পৌরসভার উদ্যান বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিষ কুমার কলকাতায় মঙ্গলবার বাংলানিউজকে বলেন,‘ এ বিষয়ে কলকাতার সব কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১৪ জুলাই থেকে রাজ্যে অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে, তাই ওইদিন থেকে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হচ্ছে। ’

তিনি এদিন আরও বলেন, ‘এ উপলক্ষে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে একটি বিশেষ অনুষ্ঠান করা হবে। ওই অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।