নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নয়াদিল্লিতে মঙ্গলবার দুপুরে প্রথম সংবাদ সম্মেলন করেছেন মমতা ব্যানার্জি। ক্ষমতায় আসার এক মাসের মধ্যে প্রতিশ্রুতি মতো ৭৫ শতাংশ কাজ শেষ করে ফেলেছেন বলে এদিন দাবি করেছেন তিনি।
এদিন তিনি বলেন, ‘ক্ষমতায় আসার এক মাসের মধ্যে দার্জিলিং সমস্যার সমাধান করে ফেলেছি। ত্রিপাক্ষিক চুক্তি হওয়া এখন শুধু বাকি। তেমনি জঙ্গলমহলের সমাধানের চেষ্টা চলছে। আগামী তিন বছরের মধ্যে জঙ্গলমহলের সব নিরাশ্রয়ের বাসস্থান করা হবে। খুব দ্রুতই বিশেষ প্যাকেজ নিয়ে দার্জিলিং ও জঙ্গলমহলে যাব। ’
এদিন বিগত ৩৪ বছরের বাম অপশাসনের কথা তিনি উল্লেখ করে করে বলেন, ‘একটি দল গত ৩৪ বছর রাজ্যে শাসন চালিয়েছে। শাসন ব্যবস্থা থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাসহ সব কিছুই ভেঙে পড়েছে। আর্থিক নয়ছয় ঘটেছে। এমনকি বহু গুরুত্বপূর্র্ণ নথি পাওয়া যাচ্ছে না। ’
এ নিয়ে খুব শিগগিরই তদন্ত করা হবে বলে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন।
তবে রাজ্যের বর্তমান আর্থিক অনটনের মাঝেও প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত আর্থিক সাহায্য চাইবেন না বলে জানান মমতা।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ চাইব না। রাজ্যের প্রাপ্য পেলেই হবে। ’
বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বাংলায় বলেন,‘ আমাদের সরকারের সঙ্গে বাংলাদেশের সর্ম্পক আরও ভাল হবে এটুকুই বলতে পারি। আমাদের রাজ্যে উন্নয়ন হলে তা নেপাল, বাংলাদেশ ও ভূটানের জন্য ভাল। ’
ভারতীয় সময়: ১৮১০ঘণ্টা, জুন ২১, ২০১১